উপজেলা সমাজসেবা কার্যালয়ের উলেৱখযোগ্য কর্মসূচী গুলি হলো আর্থসামাজিক উন্নয়ন সেবা মূলক কার্যক্রমের মধ্যে- পল্লী সমাজসেবা কার্যক্রম, পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম,এসিডদগ্ধ মহিলা ও শাররীক প্রতিবন্ধীদের পূর্নবাসন কার্যক্রম অন্যতম। সামাজিক নিরাপত্তা মূলক কার্যক্রমের অংশ হিসাবে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত দুঃস্ব মহিলা ভাতা, অসচল প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সন্মানী ভাতা, প্রতিবন্ধীদের শিৰার্থীদের শিৰা উপবৃর্ত্তি কর্মসূচী চালু রয়েছে।প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায়, প্রতিপালন, উন্নয়ন ও পূর্নবাসন মূলক কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী সনদপত্র প্রদান। ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পূর্ণবাসন মূলক কার্যক্রমের আওতায় প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস। স্বেচ্ছা সেবী সংসহাসমূহকে নিবন্ধন ও সহতায় কার্যক্রমের আওতায় নিবন্ধন ও ত্বওাবধান। বেসরকারী এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড প্রদান, অএ উপজেলায় নিবন্ধীত স্বেচ্ছা সেবী সংসহাসমূহকে বার্ষিক এককালীণ আর্থিক অনুদান প্রদানে সহয়তা প্রদান ও সরকারের নির্বাহী আদেশে অন্যান্য দায়িত্ব পালন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস