Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পুর্ববর্তী মামলার রায়

মামলা নং-২৭/২০২২

বাদীঃ  মোছাঃ রোকছানা বেগম, স্বামীঃ মোঃ জিয়ারুল ইসলাম, গ্রামঃ জয়রামওঝা, ডাকঘরঃ মহিপুর,  উপজেলাঃ গংগাচড়া, জেলাঃ রংপুর।

বিবাদীঃ মোঃ জিয়ারুল ইসলাম, পিতাঃ মৃতঃ আঃ মজিদ, গ্রামঃ জয়রামওঝা, ডাকঘরঃ মহিপুর,   উপজেলাঃ গংগাচড়া, জেলাঃ রংপুর।

ঘটনার বিবরনঃ পারিবারিক কলহ মারামারি।

বাদী ও বিদাদীগন উভয়েই অত্র ইউনিয়নের ০৮ ওয়ার্ড মান্দ্রাইন গ্রামের বাসিন্দা। বিগত ১৮ বছর পুর্বে বাদী ও বিবাদীর বিবাহ হয়। বিবাহ পরবর্তী সময়ে উভয়ের কোল জুড়ে ২ টি পুত্র ও ১টি কন্যা সন্তান জন্ম গ্রহন করে। তারা উভয়েই শুখে শান্তিতে সংসার করে আসিতেছিল। বাদীর অভিযোগ যে,  পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমির অংশ বিক্রি করে টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে বিবাদী, কিন্তু বাদী তাহা অস্বীকার করায় উভয়ের মধ্যে কলহ মারামারির ঘটনা ঘটে। বাদী বাবার বাড়ীতে চলে যায়। উক্ত ঘটনায় গংগাচড়া মডেল থানায় অভযোগ করেন এবং তাহা গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত হওয়ায় গ্রামআদালত/শালীষি পরিষদের মাধ্যমে বিগত-০১-০৯-২০১৯ ইং তারিখে বাদীর বাড়িতে শালীষি বৈঠক অনুষ্ঠিত হয়।  গ্রাম্য শালিষী পরিষদ/ গ্রাম আদালতের মাধ্যমে উল্লেখিত ঘটনার সমস্ত বিবরন বাদী বিবাদীর জবান বন্দী ও সন্তাননের চাওয়া পাওয়া এবং গ্রাম আদালতের সামনে উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে বিবাদী নিজের ভুল বুঝতে পেরে সকলের সামনে বাদীর পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি আর কখনও দাবী করিতে পারিবনা, কখনও স্ত্রী কে বিনা কারনে মারধোর করিতে পারিবেনা মর্মে গ্রাম্য শালিষী পরিষলে মুচলেকা দিয়ে আপোষমীমাংসা করেন, এবং ভবিষ্যতে সংসার উভয় মিলে সুখে শান্তিতে সংসার করার দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।