ভৌগলিক অবস্থানের দিক থেকে গংগাচড়া উপজেলাধীন ০৯ টি ইউনিয়নের মধ্য ০৫ নং। এর পশ্চিমে কোলকোন্দ, আলমবিদিতর, নোহালী বেতগাড়ী, বড়বিল, গংগাচড়া, পুর্ব দিকে গজঘন্টা ও মর্নেয়া ইউনিয়ন অবস্থিত। উত্তরে লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন ও আদিমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন অবস্থিত। আনভৌগলিক অবস্হানগত দিক থেকে ১০.৪৭ বর্গকিলোমিটার জুড়ে এই ইউনিয়নটি ০৯ ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। ০৯ টি ওয়ার্ডের প্রায় ০৫ টির বেশী ওয়ার্ড নদীর অপরপ্রান্ত উত্তরদিকে অবস্থিত, উল্লখ্য ০১ নং ওয়ার্ড শংকরদহ, ০২ নং পুর্ব ইচলী, ০৩ নং ওয়ার্ড পশ্চিম ইচলী, ০৮ নং ওয়ার্ড জয়রামওঝা, ০৯ নং ওয়ার্ড চড় ইশোরকোল, তিসস্তা নদীর উত্তর পার্শে অবস্থিত। ০৪ নং ওয়ার্ড মহিপুর, ০৫ নং ওয়ার্ড দক্ষিন মহিপুর, ০৬ নং ওয়ার্ড পুর্ব মহিপুর, ০৭ নং ওয়ার্ড মান্দ্রাইন তিস্তা নদীর দক্ষিন পার্শ্বে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস